Skip to main content

Posts

Showing posts from October, 2022

একটি জীবনের গল্প - এক্সেরসিসম

  যাদুকরের চক্রান্ত কত সুক্ষ্ম ভিক্টেমের নাম : মোছা সানজিদা আক্তার তার মায়ের নাম পারভীন আক্তার তাবিজে তাই লেখায় আছে, তারা শহরের অধিবাসিন্দা।  বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল।  সানজিদা তার বাবার একমাত্র সন্তান, আদর- সোহাগ ভালোবাসা কোনোর কমতি নেই। বড়লোকের সন্তান হিসাবে সানজিদার অর্থনীতিকের ও চাপে কোনো দিন পরে নাই তাই স্বপ্ন পুরন করতে কোনো বাধা নেই তার । দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তার পড়াশোনা চলছে ইন্টার ফাস্টে।  মা বাবা কিছুটা ধার্মিক হলে ও সানজিদা পুরাই আধুনিক , আর এই যুগে ধার্মিকতা তো হারিয়ে গেছে। সানজিদার জন্মদিন এই বছরে পালিত হয় কিছুদিন আগে, জন্মদিনে বাবার পক্ষ থেকে Iphone 11 pro গিফট পায় সানজিদা। মায়ের পক্ষ থেকে নিউ ল্যাপটপ আর বন্ধু বান্ধুবী থেকে ভিবিন্ন দামি দামি উপহার। তার মাঝে মূর্তিমান এই সোপিজ টি যেটা কে কেন্দ্র করে সব। জন্মদিনের এক বন্ধু তাহাকে এটা গিফট করে এই শোপিজ টি। ছেলেটি ছিলো খুবিই সুন্দর টগবগে এক যুবক অনেক মেয়ে পিছু পিছু ঘুরে অবৈধ প্রেমের সম্পর্কের জন্য। ছেলে ও সুযোগ বুঝে স্বার্থ পূর্ন করে। এই ছেলে সানজিদার জন্মদিনের অনেক পূর্বে সানজিদা ক...