প্রশ্ন আছে ২ টি - দলিল সহ
০১ প্রশ্ন: আমি বাড়ি থেকে রেল যোগে একটি এলাকায় যাই, রেল পথে তার দূরত্ব আমাদের শহর থেকে ৪৮ মাইলের বেশী। কিন্তু বাস যোগে গেলে সোজাপথ হওয়ায় ৪৮ মাইলের ও কম পথ , সেখানে দুই তিন দিন থাকার নিয়ত করি , প্রশ্ন হল, আমি কি কসর করব নাকি পূর্ণ নামাজ আদায় করতে হবে ?
উত্তর: আপনার নামাজ কসর করতে হবে, অবশ্য সফরের দূরত্ব হয় না এমন পথ দিয়ে গেলে আপনার পূর্ণ নামাজ পড়তে হবে। (বাহরুররায়েক ২/২২৮, কাযীখান ১/১০৪, বাজ্জাযীয়া ১/৪৮)
০২ প্রশ্ন: আমি ঢাকায় এক মাদ্রাসায় লেখা পড়া করি সে খানে আমার থাকার জন্য বিছানা ট্রাংক বই পত্র বয়েছে । বন্ধে বাড়ী ফিরে হঠাৎ দুই দিনের জন্য মাদ্রাসায় আসতে হয় বাড়ী থেকে মাদ্রাসা ৪৮ মেইল থেকে বেশী দূরত্ব , জানার বিষয় হল ওয়াতনে ইকামত ছেড়ে যাওয়ার পর দুই দিনের জন্য সেখানে আসার পর আমি কি মোসাফির হব ?
উত্তর: না, প্রশ্নোক্ত সূরতে আপনি মোসাফির হবেন না , আপনাকে পুরা নামাজ পড়তে হবে।
(শামী ২/৬১৪, বাহরুররায়েক ২/২৩৯, হিন্দীয়া ১/২০২)
Comments
Post a Comment