প্রশ্ন আছে ৩ টি - দলিল সহ
০১ প্রশ্ন: আমার স্বামী সৌদীতে থাকে আমার উপর হজ্ব ফরয। আমার স্বামী বলেছে কোন এক মাহরাম আমাকে ঢাকা বিমান বন্দর থেকে বিমানে উঠিয়ে দিবে। আমার স্বামী জেদ্দা বিমান বন্দর থেকে আমাকে নিয়ে যাবেন। এভাবে হজ্বের সফর করা জায়েজ আছে কি ?
উত্তর: প্রশ্নে উল্লিখিত সুরতে আপনার জন্য মাহরাম ছাড়া হজ্বের সফর করা জায়েজ নেই। কেননা মহিলার হজ্ব করার জন্য মাহরাম সাথে থাকা শর্ত। যদি কেউ এভাবে হজ্বের সফর করে তাহলে সে গোনাহগার হবে তবে হজ্ব আদায় হয়ে যাবে। (বাদায়েউসসনায়ে ১/৪৩৩, হিন্দীয়া ১/২৮২)
০২ প্রশ্ন: আমার দশ বিঘা জমি আছে পাঁচ-ছয় বিঘার ফসল দ্বারা আমি চলতে পারি, এ ছাড়া অন্য কোন সম্পদ নেই। এমতারস্থেয় আমার উপর কি হজ্জ ফরয অর্থাৎ অতিরিক্ত জমি বিক্রি করে কি আমাকে হজ্জ করতে হবে ?
উত্তর: জি হ্যাঁ, প্রশ্নে উল্লিখিত অবস্থায় আপনার উপর হজ্ব ফরয সুতরাং আপনাকে জমি বিক্রি করে হজ্ব করতে হবে। (হিন্দীয়া ১/২৮১-২৮২, ক্বাযীখান ১/১৭৩, হাক্কানিয়া ৪/২১৩)
০৩ প্রশ্ন: আমার উপর হজ্ব ফরয। বয়স ২২, আমি অবিবাহিতা , আমার খালা খালুর সাথে হজ্বে যেতে পারবো কি না ?
উত্তর: না, আপনি তাদের সাথে হজ্বে যেতে পারবে না । কেননা হজ্বের সফরে মাহরাম পুরুষ থাকা আবশ্যক আর খালু আপনার মাহরাম নাওয়।
(সূরায়ে নাছায়ি ২৩-২৪, শামী ৩/৪৬৪, তাতারখানীয়া ৩/৪৭৪)
Comments
Post a Comment