প্রশ্ন আছে ৩ টি - দলিল সহ
০১ প্রশ্ন: এ’তেকাফকারীর জানাজায় শরীক হওয়ার বিধান।
উত্তর: এ’তেকাফকারীর জন্য জানাজার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়ার অনুমতিনেই। সুতরাং এতেকাফকারী যদি জানাজার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হয় তাহলে তার এ’তেকাফ ভেঙ্গে যাবে। তবে যদি উজু উস্তেঞ্জা করে আসার পথে জানাজা পড়ে নেয় তাহলে এ’তেকাফে কোনো সমস্যা হবে না। (শামী ৩/৪৩৯, আলমগীরী ১/২১২, আহসানুল ফাতাওয়া ৪/৫০৯)
০২ প্রশ্ন: শেষ দশকের এ’তেকাফ ভেঙ্গে গেলে করনীয়।
উত্তর: কোণো ব্যক্তির যদি রমযানের শেষ দশকের সুন্নাত এ’তেকাফ কোনো কারণে ভেঙ্গে যায় তাহলে তার জন্য শুধু একদিনের কাযা করতে হবে। চাই রমযানে হোক বা রমযানের বাইরে রোযাসহ। তার জন্য পুরা দশ দিনের কাযা ওয়াজিব নয়। শুদু যে দিন চেঙ্গে গেছে সে দিনের কাযা জরুরি। (শামী ৩/৪৩৭, আহসানুল ফাতাওয়া ৪/৫১১)
০৩ প্রশ্ন: মহিলাদের এ’তেকাফের বিধান।
উত্তর: কোনো মহিলা যদি এ’তেকাফে বসতে চায় তাহলে সে তার নামাযের স্থানে যা নতুন করে কোনো ঘ্রে এ;তেকেফের জন্য একটি স্থান নির্ধারন করবে এবং তার জন্য উক্ত নির্ধারিত স্থান্টিত মসজিদের হুকুমে। অর্থাৎ সে মহিলা পেশাব পায়খানা, উজু ও ফরয গোসলের প্রয়োজন ব্যতীত সে স্থান হতে বের হতে পারবে না। অবশ্য মহিলাকে যদি খানা পাকিওয়ে দেয়ার মত কেউ না থাকে তাহলে তার জন্য খানা পাকানোর অনুমতি বয়েছে। আর খানা পাকানোর মত কেউ থাকলে মহিলা তার এ’তেকাফের স্থান হতে বেওর হতে পারবে না। এমনিভাবে এ;তেকাফকারী মহিলার সাথে তার স্বামী রাত্রেও সহবাস করতে পারবে না। যদি এমনটি করে তাহলে এ’তেকাফ ভেঙ্গে যাবে। (শামী ৩/৪২৯, হেদায়া ১/২৩০ কাযীখান ১/২২১)
Comments
Post a Comment